সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২০
০৬:০৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২১, ২০২০
০৬:০৯ পূর্বাহ্ন
সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিলসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার দুদিন কর্মবিরতি পালন করবে অটোরিকশার মালিক ও শ্রমিকরা।
রবিবার সকালে দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে মালিক-শ্রমিকদের মানববন্ধন কর্মসূচি থেকে এই কর্মবিরতির কথা জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ‘গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিল না করলে ২১ ও ২২ ডিসেম্বর সিএনজি মালিক ও শ্রমিকদের উদ্যোগে কর্মবিরতি পালন করা হবে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২৩ ডিসেম্বর থেকে সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটো টেম্পু, টেক্সি, টেক্সিকার মালিক সমিতির উদ্যোগে গতকাল রবিবার সকাল ১১ টায় দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটো টেম্পু, টেক্সি, টেক্সিকার মালিক সমিতির সভাপতি শাহ মো. দিলওয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচি চলাকালে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নম্বর চট্ট ৭০৭) এর সভাপতি জাকারিয়া আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (২০৯৭) সভাপতি খলিল খান, জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট ৭০৭) এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (২০৯৭) কার্যকরী সভাপতি মতছির আলী, সেক্রেটারি সাদেক খান, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট ৭০৭) এর প্রচার সম্পাদক মোহাম্মদ আলী।
এ সময় আরও বক্তব্য দেন, ইকবাল আহমদ শাহাব, জালাল আহমদ, বুলবুল আহমদ, সাব্বির আহমদ, ইয়াহইয়া, বেলাল আহমদ, আনছার আলী, এহসানুল হক সানু, ইউসুফ আলী, জাকির খান, মো. সুনা মিয়াসহ মালিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সিলেট মহানগর পুলিশ কর্তৃক সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল লাগানোর ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা সিলেটের সিএনজি মালিক এবং শ্রমিকদের জন্য কোনো অবস্থায় প্রযোজ্য নয়। এতে গরিবের অ্যাম্বুলেন্সখ্যাত সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজধানী ব্যতীত দেশের অনেক স্থানে এখনও গ্রিল সংযোজন সম্ভব হয়নি। সিলেট একটি খাল, বিল, নদী-নালা এবং উচু নিচু মিশ্রণে তৈরি জনপদ। এ স্থানে গ্রিল লাগানো হলে দুর্ঘটনার পর প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাবে। তাই এখনও সিলেটে গ্রিল লাগানোর পরিবেশ হয়নি। এমতাবস্থায় সিএনজি মালিক ও শ্রমিকদের সার্বিক কল্যাণে গ্রিল সংযোজন বাতিলসহ ৬ দফা বাস্তবায়ন জরুরি।’
বিএ-০২