ওসমানীনগরে ‘লালজমিন’ মঞ্চায়ন

ওসমানীনগর প্রতিনিধি


ডিসেম্বর ২১, ২০২০
০৭:২৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২১, ২০২০
০৭:২৫ অপরাহ্ন



ওসমানীনগরে ‘লালজমিন’ মঞ্চায়ন

মহান বিজয়ের মাস উপলক্ষ্যে ওসমানীনগর থানা পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধ ও যুদ্বোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের গল্প নিয়ে নাটক ‘লালজমিন’ মঞ্চায়ন করা হয়েছে।

গত শনিবার রাতে থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নাটকটি মঞ্চায়ন করা হয়।

অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধারা বলেন, এদেশ এমনি এমনি স্বাধীন হয়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সংবর্ধনা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্ববোধক গান পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার শহিদ উল্ল্যা, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইউডি/আরসি-০৬