দক্ষিণ সুরমায় যমজ দুই শিশুর মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২১, ২০২০
০৮:৩৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২১, ২০২০
০৮:৩৯ অপরাহ্ন



দক্ষিণ সুরমায় যমজ দুই শিশুর মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় পানিতে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মোগলাবাজারের জালালপুর শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

মারা যাওয়া যমজ ভাইবোন হলো রাহিম আহমদ ও ফাইজা বেগম। তারা শেখপাড়া গ্রামের মোস্তাক আহমদের ছেলেমেয়ে।

একসঙ্গে এই দুই ভাইবোনের জন্ম হয়েছিল। আবার একসঙ্গেই পানিতে ডুবে মারা গেল। মাঝখানে কেটেছে তাদের ১৯ মাসের জীবন।

পুলিশ সূত্রে জানা যায়, যমজ ভাইবোন বাড়ির উঠানে খেলছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে দুজনে বাড়ির সামনে পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে দুজনের লাশ ভেসে ওঠে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাহাবুল ইসলাম বলেন, গতকাল রাতেই ওই দুই শিশুর বাবা মোস্তাক আহমদ অপমৃত্যুর মামলা করেছেন। লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বি এন-০১