নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২২, ২০২০
০৩:৫২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২২, ২০২০
০৩:৫৭ পূর্বাহ্ন
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) আরআই ইন্সপেক্টর আবদুছ ছালাম ও আরও-১ এসআই খায়রুদ্দিনকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ (গণমাধ্যম)।
তিনি জানান, পুলিশ হেড কোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি (ডিএন্ডপিএস-১) মো. রেজাউল হক স্বাক্ষরিত পৃথক আদেশে এসএমপি কমিশনারকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা যায়, এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।
সম্প্রতি পুলিশ হেড কোয়ার্টার্স থেকে তদন্ত কমিটি গঠিত হয়। তদন্তে ইন্সপেক্টর আবদুছ ছালাম এবং এসআই খায়রুদ্দিনের বিষয়ে উঠা অভিযোগের প্রাথমিক সত্যতা মিলে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ (গণমাধ্যম) সিলেট মিররকে বলেন, ‘আবদুছ ছালাম ও খায়রুদ্দিনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ায় বিভাগীয় মামলার নির্দেশ দিয়েছেন পুলিশ হেড কোয়ার্টার্স।’
বিএ-১৩