সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২০
০৪:৫১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২২, ২০২০
০৪:৫১ পূর্বাহ্ন
বাংলাদেশ ছাত্রমৈত্রী সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ও হবিগঞ্জে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমদ রুবেল স্বাক্ষরিত এক পত্রে মাসুদ রানা চৌধুরীকে সভাপতি ও সালেহ আহমদকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। নতুন কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি জয়ন্তী গোয়ালা, সারথী উরাং, সাংগঠনিক সম্পাদক আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসাইন তুহিন, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক মারজান আহমদ, অর্থ সম্পাদক নুরুল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আলমগীর, দফতর সম্পাদক বিজয় করিম, সমাজকল্যাণ সম্পাদক মুহিবুর রহমান, সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শাহ মো. লুৎফুর রহমান, স্কুলবিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম। সদস্যরা হলেন, স্বপন দাস, আহসান হাবীব খান, শেফালী উরাং, রুহেনা আক্তার, গোপাল উরাং, মো. আতিকুর রহমান, উষা রাণী কর ও সাদিকুর রহমান। কমিটিতে সহ-সভাপতি পদে একজন ও সহ-সাধারণ সম্পাদক পদে একজনের নাম পরে অন্তর্ভুক্ত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে গত রবিবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দলীয় কার্যালয়ে এক কর্মীসভার মাধ্যমে দীপ শংকর দাস প্রান্তকে আহবায়ক, সাইফুল আলম তালুকদার নাসিম ও রাজিব চৌধুরীকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। যা আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার লক্ষ্যে কেন্দ্রীয় সভাপতির অনুমোদিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন অসীম কুমার শীল, নজরুল ইসলাম তালুকদার, মো. নয়ন তালুকদার, আরিফুল আলম তালুকদার, আশিকুর রহমান, রুদ্র রায়, শ্যামল দাস, অনিক দাস প্রমুখ।
এনএইচ/বিএ-১৪