প্রবাসীরা বাংলাদেশের জন্য আশীর্বাদ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২২, ২০২০
০৬:১২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২২, ২০২০
০৬:১২ পূর্বাহ্ন



প্রবাসীরা বাংলাদেশের জন্য আশীর্বাদ

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) নেতৃবৃন্দের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাটি সঞ্চালনা করেন বিবিসিসিআই এর প্রেসিডেন্ট বশির আহমদ। সোমবার বিকেল ৪টায় এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, ‘প্রবাসীরা বাংলাদেশের জন্য আশীর্বাদ। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। প্রবাসীদের সম্পদ ও বিনিয়োগের নিরাপত্তা দিতে বাংলাদেশ পুলিশ নতুন একটি উইং চালু করেছে।’

তিনি সিলেটের কৃষি খাতে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘সিলেটে চাহিদা অনুযায়ী কৃষি পণ্য উৎপাদিত হয় না, দেশের অন্যান্য স্থান থেকে সিলেটে শাক-সবজি, ফলমূল এসে থাকে। কৃষি খাতে বিনিয়োগ করে প্রবাসীরা লাভবান হতে পারেন।’ সিলেটের কোম্পানীগঞ্জে নির্মিত বঙ্গবন্ধু হাইটেক পার্ক ও সিলেট ইকোনমিক জোন-এ বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান।      

সভায় বিবিসিসিআই এর প্রেসিডেন্ট বশির আহমদ বলেন, ‘বাংলাদেশ-বৃটেনের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারে সিলেট চেম্বার ও বৃটিশ বাংলাদেশ চেম্বার দীর্ঘদিন ধরে একত্রে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মের প্রবাসীদের দেশের প্রতি উদ্বুদ্ধ করতে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদেরকে অবশ্যই দেশে বিনিয়োগে এগিয়ে আসতে হবে।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক সানোয়ার চৌধুরী, ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রানু, ডাইরেক্টর এ কে আজাদ, আহমেদ উস সামাদ চৌধুরী, মাহতাব মিয়া, শাহগির বখত ফারুক, জাহাঙ্গীর কবির চৌধুরী, মনির আহমদ, ফাইজুর রহমান চৌধুরী, সিলেট চেম্বারের পরিচালক আলিমুল এহছান চৌধুরী ও প্রবাসী বিনিয়োগকারীবৃন্দ। 

বিএ-০১