সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২০
০৬:২৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২২, ২০২০
০৬:২৬ পূর্বাহ্ন
নগরে সংক্ষুব্ধ নাগরিকবন্ধন
সিলেট মিরর ডেস্ক
স্থানীয় দৈনিক ‘একাত্তরের কথা’ পত্রিকার সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদসহ ১৮ জন সংবাদকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন’ নামের সংগঠনের উদ্যোগে সোমবার বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা সাংবাদিক ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। একের পর এক সংবাদকর্মীদের বিরুদ্ধে যে সকল মামলা হচ্ছে, তার সিংহভাগই ডিজিটাল নিরাপত্তা আইনে। এটি একটি কালাকানুন। এতে করে স্বাধীন সাংবাদিকতা ঝুঁকির মুখে পড়েছে। এই আইন বাতিল না করলে দেশে স্বাধীন সাংবাদিকতা বলতে কিছুই থাকবে না।’
এক ঘণ্টার নাগরিকবন্ধনের সূচনায় আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘সংবাদপত্রে কোনো সংবাদ প্রকাশে কেউ অসন্তুষ্ট হতে পারেন। মানহানি বা মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে মনে করা হলে মানহানির মামলা কিংবা প্রেস কাউন্সিলে নালিশ করা যেতে পারে। কিন্তু এসব না করে একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করার অভিযোগ দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা অহেতুক। এই হয়রানিমূলক মামলা দায়ের করায় ও সেই মামলা গ্রহণ করায় আমরা বিষ্ময় প্রকাশ করছি। ডিজিটাল নিরাপত্তা আইনের এমন অপপ্রয়োগে আমরা সংক্ষুব্ধ।’
পরিবেশ কর্মী আবদুল হাই আল হাদীর সঞ্চালনায় আয়োজিত নাগরিকবন্ধনে বক্তব্য দেন, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আবদুল করিম কিম প্রমুখ।
বিএ-০৬