পরিবহন ধর্মঘটে বিপাকে সিলেটবাসী

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২২, ২০২০
০৮:০৮ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০৪:৩৭ পূর্বাহ্ন



পরিবহন ধর্মঘটে বিপাকে সিলেটবাসী

সিলেটের পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’র ডাকা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে। এদিকে, সিএনজি চালিত অটোরিকশায় গ্রিল সংযোজনে পুলিশের নির্দেশনা প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে সিলেটে সোমবার থেকে ধর্মঘট পালন করছে অটোরিকশা শ্রমিকরা। ফলে কার্যত পরিবহন বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেট। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

জানা গেছে, ভোর ৬টা থেকে ধর্মঘট পালনে সিলেটের বিভিন্ন রাস্তায় অবস্থান নেন পরিবহন ও পাথর সংশ্লিষ্ট শ্রমিকরা। তারা কোনো অবস্থাতেই কোনো ধরনের রাস্তায় যাবাহন চলতে দিবেন না বলে জানিয়েছেন। সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখি, সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল ও তেলিবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রাস্তায় পিকেটিং করছেন শ্রমিকরা।

বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে, রিকশা ছাড়া চলছে না কোনো ধরনের যানবাহন। পায়ে হেটে অনেকেই যাচ্ছেন কর্মস্থলে। পথে পথে দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। এছাড়া রিকশার ভাড়াও বেড়েছে কয়েকগুণ। 

নগরের টিলাগড় এলাকার জান্নাতুল ফেরদৌস জানান, জিন্দাবাজার যাওয়ার জন্য অনেক্ষণ দাঁড়িয়েও রিকশা পাননি তিনি। তাই হেটে হেটে টিলাগড় থেকে জিন্দাবাজার যেতে হয় তাকে।

মদিনা মার্কেট এলাকার সৈকত দাস বলেন, ‘অফিসে যাওয়ার জন্য সকালে বের হয়ে কোনো ধরণের যানবাহন পাইনি। পরে রিকশায় নিয়মিত ভাড়ার চেয়ে তিনগুণ বেশি ভাড়া দিয়ে চৌহাট্টা আসি।’

সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল বলেন, ‘জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সঙ্গে সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স হলে একটি জরুরি বৈঠকে বসি। কিন্তু কোন ফলপ্রসু আলোচনা না হওয়ায় আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি। মঙ্গলবার ভোর ৬ টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা তিনদিন পুরো সিলেট বিভাগে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকবে। আমরা আমাদের নায্য দাবি আদায়ে সকাল থেকেই রাস্তায় নামব।’

এনএইচ-০২/বিএ-১৮