স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে সিলেটে বিএনপির নেতৃত্বে আরিফ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৩, ২০২০
১২:৩৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০৩:০০ পূর্বাহ্ন



স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে সিলেটে বিএনপির নেতৃত্বে আরিফ
সমন্বয় কমিটি গঠিত

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত বিএনপির সমন্বয় কমিটির সিলেট বিভাগের আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবনকে সদস্য সচিব করে ২৪ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, তাহসিনা রুশদীর লুনা, খন্দকার আবদুল মোক্তাদির, ড. মো. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন আহমেদ মিলন, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোছা. শাম্মী আক্তার, কেন্দ্রীয় সহ ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ স্বেচ্ছাসেবক সম্পাদক শামসুজ্জামান জামান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসির চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীম, খালেদা রব্বানী, নাছের রহমান, এবাদুর রহমান চৌধুরী, মজিবুর চৌধুরী, শেখ সুজাত মিয়া, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী সামিয়া চৌধুরী, অ্যাডভোকেট আবেদ রেজা, রেজাউল হাসান কয়েস লোদি, আবদুল লতিফ।

এছাড়া সিলেট মহানগর ও জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, প্রথম যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবরা কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরসি-০১