ওসমানীনগর প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২০
০১:২১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০১:২১ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন (২০২১-২০২২) আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব ভবনে ক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৮ ডিসেম্বর বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং পরদিন ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।
ক্লাবের বর্তমান কোষাধ্যক্ষ আবদুল মতিনকে আহ্বায়ক এবং এম এফ আলী ফয়েজ, কয়েছ মিয়া, কবির আহমদ, রণিক পাল, ফরহাদ আহমদ ও নুরুল ইসলাম রাফিকে সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি উজ্জ্বল ধর, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রণিক পাল, দপ্তর সম্পাদক ফরহাদ আহমদ, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন ও সিতু সূত্রধর।
ইউডি/আরআর-০৭