সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২০
০৬:২৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০৬:৩০ পূর্বাহ্ন
সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি বলেছেন, ‘প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। সরকারের পাশাপাশি ব্যাংক, প্রতিষ্ঠান, বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো সহযোগিতা করছে। এতে প্রতিবন্ধী জনগোষ্ঠী উপকৃত হচ্ছেন। প্রতিবন্ধীদের বহু গুণ রয়েছে। যা অনেক সুস্থ মানুষের মধ্যেও নেই। তাদেরকে পেছনে না রেখে সম্মান ও স্নেহের মাধ্যমে সমাজের মূল স্রোতধারায় আনতে হবে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।’
মঙ্গলবার সকালে সিলেট নগরের জিন্দাবাজারে গ্রীন ডিসঅ্যাবল্ড ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ও উত্তরা ব্যাংক লিমিটেডের অর্থায়নে প্রতিবন্ধী এবং অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, উত্তরা ব্যাংক লিমিটেড সিলেট অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. মনোয়ারুল হক, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপক স্বপন মাহমুদ। উপস্থিত ছিলেন, জিডিএফ’র উপদেষ্টা টিআইসি সিলেটের সভাপতি সমিক সহিদ জাহান, সহসভাপতি, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম ইসরাইল আহমদ, কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ^াস, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান শামসু, দেওয়ান হাসিব রাজা চৌধুরী, দেওয়ান সালামত রাজা চৌধুরী, সৈয়দ আলমগীর হোসেন, সিলেট বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরাইয়া নাসরিন প্রমুখ।
অনুষ্ঠানে সিলেট আলোকিত যুব কল্যাণ সংস্থার সভাপতি শারমিন কবিরের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৩০০টি মাস্ক প্রদান করা হয়।
আরসি-০২