সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২০
০৬:৪৮ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০৬:৪৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে সাম্রাজ্যবাদ-সামন্তবাদ, আমলা-দালালপুঁজি বিরোধী শ্রমিক কৃষক জনগণের লড়াইয়ে অগ্রসেনানী কমরেড আবদুল হকের শততম জন্মবার্ষিকী আজ।
জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে আজ বুধবার বিকেল ৪টায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কমরেড আবদুল হক ১৯২০ সালের ২৩ ডিসেম্বর যশোর জেলার খড়কীতে জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ শাসনামলে কলকাতায় শ্রমিক শ্রেণির মতাদর্শ ও রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে তৎকালীন ভারতের কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এবং শ্রমিক-কৃষক-জনগণের মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। তিনি ‘ভারতীয় ছাত্র ফেডারেশন’-এর বঙ্গীয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৯০-৯১ সালে সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ ও পূর্ব ইউরোপের পতনের ঘটনাবলীর মধ্যে সাম্রাজ্যবাদ, প্রতিক্রিয়াশীল ও সংশোধনবাদীরা ‘সমাজতন্ত্র ব্যর্থ’, ‘মার্কসবাদ-লেনিনবাদ ব্যর্থ’ এবং ‘পুঁজিবাদ শাশ্বত ও সংকটমুক্ত’ বলে যে প্রতিবিপ্লবী ঝড় তুলে, তার বিরুদ্ধে মার্কসবাদ-লেনিনবাদকে রক্ষায় হিমালয়ের মতো অটল থাকার বিপ্লবী দৃঢ়তা ও আশাবাদের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন কমরেড আবদুল হক। এ প্রেক্ষাপটে কমরেড আবদুল হক রচিত পুস্তকগুলো মতাদর্শিক ও রাজনৈতিক সংগ্রাম পরিচালনায় বিশেষ অবদান রাখছে। মহান এই বিপ্লবী নেতা ১৯৯৫ সালের ২২ ডিসেম্বর ৭৫ বছর বয়সে আত্মগোপনে থেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
কমরেড আবদুল হকের শততম জন্মবার্ষিকী উদযাপন কমিটি সিলেটের আহ্বায়ক এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কুমার চন্দ্র রায় এবং যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে উদযাপন কমিটির সব সদস্য ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীদেরকে যথাসময়ে আলাচনা সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
আরসি-০৬