সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২০
০৭:০১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০৭:০১ পূর্বাহ্ন
সিলেটে ইনোভেটরের আয়োজনে এক যুগেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসা বইপড়া উৎসব এবার হচ্ছে না। করোনা মহামারির কারণে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে এবার উৎসব বাতিল করা হয়েছে।
বইপড়া উৎসবের প্রধান উদ্যেক্তা, ইনোভেটরের মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদ ও নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব এ তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে তারা বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে ইনোভেটর ২০০৬ সাল থেকে যে বইপড়া উৎসবের আয়োজন করে আসছে তা প্রতিবছরের ডিসেম্বরে উদ্বোধন হয়। প্রতিটি আসরে শতশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। কিন্তু এ বছর করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সে আয়োজনটি বাতিল করা হয়েছে। তবে অনলাইনে বইপড়া প্রতিযোগিতার যাবতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।’
আরসি-০৭