অটোরিকশা ধর্মঘটের পরিধি বাড়ল আরও ২৪ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৩, ২০২০
০৭:০৪ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০৭:০৮ পূর্বাহ্ন



অটোরিকশা ধর্মঘটের পরিধি বাড়ল আরও ২৪ ঘণ্টা

সিলেট জেলা সিএনজি-অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা টানা ৪৮ ঘণ্টার ধর্মঘট আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে।

গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিলসহ ৬ দফা দাবিতে গত সোমবার সকাল থেকে চলা এই ধর্মঘট আজ বুধবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা ছিল।

মঙ্গলবার সন্ধ্যার পর সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা গণমাধ্যমকে জানান, দাবি আদায় না হওয়ায় তারা কর্মবিরতির পরিধি বাড়াতে বাধ্য হয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

রাতে নগরের একটি হোটেলের সভাকক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া আহমদ বলেন, ‘গত দুমাস ধরে আমাদের আন্দোলন কর্মসূচি চলছে। গত ৮ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছি। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত ২১ ডিসেম্বর থেকে সিলেট জেলায় শ্রমিকরা কর্মবিরতি কর্মসূচি শুরু করেন।’

এ সময় সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটো টেম্পু, টেক্সি, টেক্সিকার মালিক সমিতির সভাপতি শাহ মো. দিলওয়ারসহ অন্যান্য সংগঠনের নেতা উপস্থিত ছিলেন।

এসএইচ/আরসি-০৮