জকিগঞ্জে ৪৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জকিগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ২৪, ২০২০
১২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৪, ২০২০
১২:৫৮ পূর্বাহ্ন



জকিগঞ্জে ৪৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য সিলেটের জকিগঞ্জ পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র ও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেন মেয়র পদের ৩ জন, সাধারণ কাউন্সিলর পদের ৩২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ৯ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ, পৌর আল ইসলাহ'র সভাপতি কাজী হিফজুর রহমান ও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মালেক ফারুক। সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আব্দুল জলিল, আবুল কালাম, মুনিম আহমদ, ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মাসুদ আহমদ, রুহুল আমিন, মোস্তফা আহমদ, শংকু কান্তি শর্মা, ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রিপন আহমদ, আবুল কালাম আজাদ, ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শাহাব উদ্দিন শাকিল, মুহিবুর রহমান, মাহবুবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কামরুজ্জামান কমরু, ছমির উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, মোস্তাক আহমদ, লবিবুর রহমান, আখতারুজ্জামান রাজু, শিব্বির আহমদ রনি, আলমগীর হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আছদ্দর আলী, ফয়ছল আহমদ মাখন, নাজু আহমদ, সাইদুল ইসলাম, হেলাল আহমদ, ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শামিম আহমদ, হেলাল আহমদ, আব্দুল্লাহ আল মামুন সুহেল, এহসান আহমদ, ৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আতাউর রহমান আতাই, আমাল আহমদ ও হোসেন আহমদ। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সুনন্দ শুল্কা, জোসনা খানম, তসলিমা বেগম জোসনা, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জাহানারা বেগম, মনারা বেগম, রুসনা বেগম, দিলোয়ারা বেগম এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সালেহা বেগম ও রিনা বেগম।

মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহের পর আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ বলেন, 'সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আশা করছি। লেভেল প্লেয়িং ফিল্ড চাই। রাজনৈতিক ও অর্থের প্রভাবমুক্ত নির্বাচন যেন হয় সেই প্রত্যাশা করছি সংশ্লিষ্ট সবার কাছে।'

জকিগঞ্জ উপজেলার নির্বাচন কর্মকর্তা সাদমান শাকিব জানান, মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কাউন্সিলর পদে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা মনোনয়নপত্র নেবেন বলে ধারণা করছি।'

তিনি বলেন, 'সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন বাস্তবায়ন করা হবে। কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।'

 

ওএফ/আরআর-০২