শাবি প্রতিনিধি
ডিসেম্বর ২৪, ২০২০
০৫:০৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৪, ২০২০
০৫:০৫ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেছে 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব'র ১৭তম নতুন কার্যনির্বাহী পরিষদ।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ স্বাক্ষাৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। তারা আমাদের সংকট সম্ভাবনাগুলোকে মানুষের সামনে তুলে ধরেন। আশাকরি সাংবাদিকরা সামনের দিনগুলোতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, বিশ্বের চলমান সংকটের কথা বিবেচনা করে চলতি শিক্ষাবর্ষে জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর সেমিস্টারের টিউশন ফি এবং পরিবহণ ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। তাছাড়া কোন শিক্ষার্থী পরীক্ষার আগে সেমিস্টার বা ক্রেডিট ফি দিতে অপরাগ হলে তা পরবর্তীতে পরিশোধ করতে পারবে। এজন্য শিক্ষার্থীদের কোন জরিমানা দিতে হবে না।
তিনি আরও বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি হল খোলে দিতে। কিন্তু সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা হল খোলে দিতে পারছি না। তবে বিভাগগুলোকে সমস্যাগ্রস্থ শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যে অনেক বিভাগ শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করেছে। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সদ্য বিদায়ী কমিটির সভাপতি হোসাইন ইমরান, সাধারণ সম্পাদক মেহেদী কবীর এবং নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরসি-২১