সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২০
০১:১৭ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৫, ২০২০
০২:০৭ পূর্বাহ্ন
যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরণ নিয়ে রীতিমতো আতঙ্কে পুরো পৃথিবী। এরকম পরিস্থিতিতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। যার মধ্যে ১৬৫ জন যাত্রীই সিলেটের। তবে প্রত্যেক যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদর্শন করায় এবং করোনার কোনো উপসর্গ না থাকায় তাদের এক সপ্তাহের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে বিমানবন্দর মেডিকেল টিম।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইট আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে ওসমানীতে অবতরণ করে। ফ্লাইটে আসা ২০২ যাত্রীর মধ্যে ১৬৫ জনই সিলেটের। বাকী ৩৭ যাত্রীকে নিয়ে ১০টা ১০ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী ছাড়ে উড়োজাহাজটি। সিলেটে আসা ১৬৫ জন যাত্রীরাও উৎকণ্ঠার মধ্যে ছিলেন। তবে তারা করোনার সার্টিফিকেট প্রদর্শন করায় এবং কোনো ধরণের উপসর্গ না থাকায় তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরে আসা বিদেশযাত্রীদের পরীক্ষার জন্য গঠিত মেডিকেল টিমের সমন্বয়ের দায়িত্বে থাকা সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুম মুনির। তিনি বলেন, ‘সব যাত্রীর সঙ্গে নেগেটিভ সনদ ছিল। তাপমাত্রা পরীক্ষায়ও কারও মাঝে কোনো লক্ষণ ধরা পড়েনি। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।’
ফ্লাইটে আসা সিলেটের ১৬৫ জন যাত্রীই করোনা নেগেটিভ সনদ নিয়ে এসেছেন বলে জানিয়েছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। তিনি বলেন, ‘করোনা নেগেটিভ সনদ ছাড়া এখন কাউকেই বিমানে উঠকে দেওয়া হয় না। আবার দেশে আসার পরও মেডিকেল টিম সব যাত্রীদের করোনা সনদ পরীক্ষা করে। ফলে করোনা নেগেটিভ সনদ ছাড়া কারোরই দেশে আসার সুযোগ নেই।’
এএফ/০৪