নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২০
০৫:৫৬ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৬, ২০২০
০৪:০৬ পূর্বাহ্ন
সিলেটে ক্রমশই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে সুস্থততার হারও। ইতোমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। আর সুস্থ হয়েছেন সাড়ে ১৪ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১২ জন। এসময়ে সুস্থ হয়েছেন ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী।
নতুন শনাক্তদের ১০ জনই সিলেট জেলার এবং ২ জন মৌলভাবাজার জেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৩৯০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯ হাজার ৬২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫০৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৪৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৭৩ জন রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ২৬২ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৯৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ১৪ হাজার ৩৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৫৬২ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪৫৫ জন, হবিগঞ্জের ১ হাজার ৫৯৩ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৭৩১ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ৪২ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৯ জন এবং হবিগঞ্জের হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিরকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ জন। এসময়ে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪৩ জন।’
বিএ-০৩