নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২০
০৬:২৪ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৫, ২০২০
০৬:২৪ অপরাহ্ন
অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের অপরাধে সিলেট নগরের মেন্দিবাগ এলাকায় অভিযান চালিয়ে পানসি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখার কর্মকর্তা এএসপি ওবাইন প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও র্যাব-৯ এর সিলেট ক্যাম্পের এএসপি এ কে এম কামরুজ্জামান।
শ্যামল পুরকায়স্থ জানান, পানসি বেকারিতে অভিযানের সময় সম্পূর্ণ নোংরা পরিবেশে এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করতে দেখা যায়। তাদেরকে জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এরকম অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বিএ-০৪