সিংহবাড়িতে তিনটি গ্রন্থের প্রকাশনা উৎসব আজ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৫, ২০২০
০৭:০৮ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৫, ২০২০
০৭:০৮ অপরাহ্ন



সিংহবাড়িতে তিনটি গ্রন্থের প্রকাশনা উৎসব আজ

কবিগুরু রবীন্দ্রনাথের শ্রীভ‚মি শ্রীহট্টে শুভাগমনের শতবার্ষিকী অনুষ্ঠান পরবর্তী ‘কবি প্রণাম’ ‘আজি হতে শতবর্ষ আগে’ ও ‘তার চরণধ্বনি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আজ শুক্রবার বিকেল ৩টায় চৌহাট্টাস্থ সিংহবাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হবে। 

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সভাপতিত্ব করবেন সিলেটের বিশিষ্ট কবি ও গবেষক প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক সিলেট মিরর-এর সম্পাদক আহমেদ নূর, কবি ও লোকসংস্কৃতি গবেষক অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, কবি ও গবেষক এ কে শেরাম, লেখক, প্রাবন্ধিক, গবেষক মিহির কান্তি চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জফির সেতু, কবি ও গবেষক ড. মোস্তাক আহমাদ দীন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি, প্রাবন্ধিক ফারজানা সিদ্দিকা। 

সরকারি বিধি নিষেধের কারণে সিলেটের স্বল্প-সংখ্যক রবীন্দ্রানুরাগী সজ্জনকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন সিংহ বাড়ির পক্ষে প্রকাশনা সম্পাদক জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। 

বিএ-০৬