সিলেটে বড়দিনে করোনা মুক্তির প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৬, ২০২০
০২:১২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৬, ২০২০
০২:১২ পূর্বাহ্ন



সিলেটে বড়দিনে করোনা মুক্তির প্রার্থনা

কোভিড-১৯ পরিস্থিতিতে সীমিত পরিসরে সিলেটে পালিত হলো খ্রিষ্ট ধর্মামলাম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। শুক্রবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে সিলেট প্রেসবিটারিয়ান চার্চসহ নগররের বিভিন্ন চার্চে স্বল্প পরিসরে বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে করোনাভাইরাস থেকে বাংলাদেশসহ সারাবিশ্বকে মুক্ত করার প্রার্থনা করেছেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। 

বড়দিন উপলক্ষে নগরের নয়াসড়কে অবস্থিত সিলেট প্রেসবিটারিয়ান চার্চ সাজানো হয় বর্ণিল সাজে। প্রতিবছর বড়দিনের সন্ধ্যায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এসে জড়ো হতেন চার্চে। চার্চের পক্ষ থেকেও থাকত বিভিন্ন আয়োজন। তবে করোনার কারণে এবার জনসমাগম বা বড়দিনের অন্যান্য উৎসব আয়োজন বাতিল করা হয়েছে। প্রেসবিটারিয়ান চার্চ সূত্রে জানা যায়, সরকারের বিধি-নিষেধ অনুযায়ী কোভিড-১৯ এর কারণে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের অনুষ্ঠানসমূহ স্থগিত করা হয়েছে। অন্যান্য বছরের মতো অতিথিদের সুযোগ করে দিতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তারা। 

শুক্রবার সকাল ১০টায় নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান চার্চের ফাদার ডিকন নিঝুম সাংমার পরিচালনায় বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হয়। পরে সকাল সাড়ে১১টায় কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এসময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, সিলেট জেলা আওয়ামী লীগ সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলুসহ বিভিন্ন সামজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এনএইচ/বিএ-০৯