নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৬, ২০২০
০৬:৩৭ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৬, ২০২০
০৬:৩৭ পূর্বাহ্ন
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ বলেছেন, ‘মাদক নির্মূল ও কিশোর গ্যাংয়ের অপরাধের বিস্তার ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সিলেটে মদ, ফেনসিডিল, ইয়াবা কোনো ধরনের মাদকের ব্যবহার চলতে দেওয়া যাবে না। এসএমপি মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে শাহপরাণ থানা এলাকায় ‘ওপেন হাউজ ডে’ এর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুলিশ কমিশনার আরও বলেন, ‘জনবিচ্ছিন্ন নয়, জনবান্ধব পুলিশিং হবে অপরাধ দমনের হাতিয়ার। পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। এভাবে শান্তিপূর্ণ জনপদ হিসেবে সবাই মিলে শাহজালাল (রহ.) ও শাহপরাণের (রহ.) পুণ্যভূমির পবিত্রতা রক্ষা করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে স্থানীয়রা পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে এসএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, উপকমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, সিনিয়র সহকারী কমিশনার (শাহপরান থানা) মাইনুল আবসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুমসহ এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আরসি-০১