নগরে শীতবস্ত্র পেল ৫০০ পরিবার

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৬, ২০২০
০৬:৪৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৬, ২০২০
০৬:৪৫ পূর্বাহ্ন



নগরে শীতবস্ত্র পেল ৫০০ পরিবার

নগরে ৫০০ শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের ৫ নম্বর ওয়ার্ডের চাষনীপীর রোড এলাকায় জেসিবা গ্রুপের চেয়ারম্যান লন্ডন প্রবাসী জাহিদ আহমদ চৌধুরীর অর্থায়নে কামরুল হাসান চৌধুরী শাহীন ও তার পরিবারের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, এনামুল হক চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খছরু, সুফিয়া আক্তার চৌধুরী পারুল, দৈনিক সিলেট মিরর’র প্রকাশক ফয়ছল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত ও অ্যাডভোকেট মো. সাবের চৌধুরী।

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, ‘প্রবাসীরা দেশের বাইরে থেকেও দেশের মানুষের কথা মনে রাখেন। বৈশ্বিক করোনা মহামারির মধ্যেও প্রবাসীরা তারা প্রবাস জীবনে অনেক কষ্টে দিনযাপন করে দেশের অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন।’ বক্তারা সমাজের সামর্থবানদের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

আরসি-০২