নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৬, ২০২০
০৬:৫০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৬, ২০২০
০৬:৫০ পূর্বাহ্ন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর পৃথক অভিযানে বিদেশি রিভলবার ও মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) র্যাব-৯ এর গণমাধ্যম শাখার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৯ এর এএসপি ওবাইন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার দুপুর ১২টায় কোম্পানীগঞ্জের উত্তর কলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে (৩৬) আটক করা হয়। তার কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার, ৮১ রাউন্ড গুলিসহ একটি বিদেশি এয়ার পিস্তল উদ্ধার করা হয়। বিল্লাল হোসেন উপজেলার উত্তর কলাবাড়ী গ্রামের আব্দুল মনাফের ছেলে। অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, র্যাবের সুনামগঞ্জ কোম্পানির একটি দল পৃথক অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে। আটক জাহাঙ্গীর আলম (২৬) সদর উপজেলার কালিপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আরসি-০৩