ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২০
০১:০০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৭, ২০২০
০১:০০ পূর্বাহ্ন
হাজারও মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন। গত দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) বাদ জোহর তার নিজ এলাকা ঘিলাছড়া শাহ সৈয়দ আলী মাজার সংলগ্ন ঈদগাহে জানাজা শেষে মাজার গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রাখি আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লা আল হোসাইন, ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি সাফাকাত হোসেন, সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েছ, আওয়ামী লীগ নেতা হাবিব হোসেন হাবিব, ৩ নম্বর ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী, ৫ নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এমরান আহমদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানাজা শুরুর আগে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরী ও প্রয়াত সেলিনা ইয়াসমিনের চাচা বদরুজ্জামান।
উল্লেখ্য, সেলিনা ইয়াসমিন ঘিলাছড়া ইউনিয়নের মধু বাংলা গ্রামের তাহের আলীর কন্যা। ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বিবাহিত জীবনে তার একজন কন্যাসন্তান রয়েছে।
এসএ/আরআর-০৭