নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৭, ২০২০
০৬:০৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৭, ২০২০
০৬:০৬ পূর্বাহ্ন
আজ রবিবার (২৭ ডিসেম্বর) থেকে সিলেট-হবিগঞ্জ ও সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল রুটে বিআরটিসি বাস সার্ভিস শুরু হচ্ছে। সকাল ৯টায় কদমতলী বাস টার্মিনালের নির্ধারিত কাউন্টার থেকে এই দুই রুটে প্রথম বাস ছেড়ে যাবে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সিলেট ডিপোর অপারেশন ম্যানেজার জুলফিকার আলী সিলেট মিররকে বলেন, ‘রবিবার থেকে এই দুই রুটে দুটো করে চারটি বাস নামছে। পরবর্তী সময়ে একে একে ১২টি বাস ছাড়া হবে।’
জানা যায়, গত ২২ ডিসেম্বর সকালে সিলেট থেকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল রুটে ও হবিগঞ্জ রুটে বিআরটিসির বাস সার্ভিসের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রথম পর্যায়ে এই দুই রুটে দুইটি করে মোট চারটি গাড়ি চলাচল করবে। পরবর্তীতে এসব রুটে একে একে মোট ১২টি গাড়ি চলাচল করবে। প্রাথমিক অবস্থায় চালু হওয়া সবগুলো বাসই শীততাপ নিয়ন্ত্রিত। এ নিয়ে সিলেট বিভাগের সব জেলায় চালু হলো বিআরটিসি বাস সার্ভিস। এর আগে সিলেট সুনামগঞ্জ রুটে বাস সার্ভিস চালু হয়। এছাড়া সিলেটের ভোলাগঞ্জ রুটেও বিআরটিসি বাস চলাচল করছে।
বিআরটিসি সূত্রে জানা যায়, সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল রুটের ভাড়া যথাক্রমে ২৩৫ টাকা (শ্রীমঙ্গল) ও ১৮০ টাকা (মৌলভীবাজার)। সিলেট-হবিগঞ্জ রুটের এসি গাড়ির ভাড়া ২৭৭ টাকা। তবে শীতকালে সিলেট-হবিগঞ্জ রুটের এসি বাসের ভাড়া নেওয়া হবে ১৮০ টাকা ও মৌলভীবাজারে ১৪০ থেকে ১৬০ টাকা ও শ্রীমঙ্গল পর্যন্ত ১৭০ থেকে ১৮০ টাকা।
বিএ-০১