নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৭, ২০২০
০৬:৫২ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৮, ২০২০
০২:০৮ পূর্বাহ্ন
বিআরটিসি কাউন্টারে হামলা করে সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জ রুটে বিআরটিসির নতুন বাস বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। এসময় বিআরটিসি সিলেটের ম্যানেজারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা এসে বিআরটিসি কাউন্টারে তালা লাগিয়ে দেয় এবং ম্যানেজারের সরকারি গাড়ি ভাংচুর করে।
বিআরটিসি কাউন্টারের ম্যানেজার অভিযোগ করেন, সকালে ৯ টায় শেরপুর মৌলভীবাজারগামী একটি বাস শেরপুরে অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এরপর সকাল সাড়ে নয়টায় হুমায়ুন রশীদ চত্বরে বিআরটিসি কাউন্টারে ১০-১৫ জন পরিবহন শ্রমিক এসে অতর্কিতে হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরিবহন শ্রমিক নেতারাদের দাবি, তাদের সঙ্গে আলোচনা না করে ও তাদের অনুমতি না নিয়ে বাস চালানর ঘটনায় তারা ক্ষুব্ধ।
তবে, এরপর থেকে আর কোনো বাস কাউন্টার ছেড়ে যায়নি। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর সাড়ে বারোটায় পুলিশের সঙ্গে এবিষয়ে আলোচনা চলছে।
বিআরটিসি সিলেটের ম্যানেজার জুলফিকার আলী বলেন, আমরা আইনি পদক্ষেপ নিবো। সেজন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করা হচ্ছে।
এবিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আখতার হোসেন সিলেট মিররকে বলেন, ‘শ্রমিকরা বিআরটিসি বাস চলাচলে বাধা দিয়েছেন। আর বিআরটিসি কাউন্টারে একটি গাড়ির গ্লাস ভাঙা হয়েছে। এসব বিষয়ে আলোচনা হচ্ছে৷ এঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে সচিবালয়ে সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এনএইচ/বিএ-০৬