'ওসমানীনগর-বিশ্বনাথে ৩২টি রাস্তার উন্নয়ন কাজ চলছে'

ওসমানীনগর প্রতিনিধি


ডিসেম্বর ২৮, ২০২০
০১:১৪ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২০
০১:১৪ পূর্বাহ্ন



'ওসমানীনগর-বিশ্বনাথে ৩২টি রাস্তার উন্নয়ন কাজ চলছে'

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, বর্তমান সরকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ করেছে। সে লক্ষ্যে ওসমানীনগর-বিশ্বনাথে একযোগে ৩২টি রাস্তার উন্নয়ন কাজ চলছে। গ্রামের হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।   

আজ রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ও তাজপুর ইউনিয়নের উন্নয়নবঞ্চিত কাশিপাড়া, হরিপুর এবং ভূধরপুর এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে কাশিপাড়া থেকে গোয়ালাবাজার পর্যন্ত ২ কিলোমিটার দীর্ঘ গ্রামীণ সড়ক পাকাকরণ ও স্থানীয় শ্মশানঘাট উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, সরকার জনগণের উন্নয়নে কাজ করলেও কতিপয় দুর্নীতিবাজ নেতার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। দোয়া করবেন যেন দল ও রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে থেকে সততার সঙ্গে অর্পিত দায়িত্বপালন করতে পারি।

প্রবীণ সমাজসেবক আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক চয়ন পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান রব্বানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অরুনোদয় পাল ঝলক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল, ইউপি সদস্য আব্দুস জহুর শুকুর, সমাজসেবক সহিদ আহমদ, উপজেলা জাপা নেতা সিরাজ মিয়া, মঙ্গলচন্ডি নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদ হাসান ও যুবনেতা পাপ্পু বণিক।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক রিপন দেব, ইউপি সদস্য মোহন আহমদ, গোয়ালাবাজার পরিচালনা কমিটির সদস্য তাজ উদ্দিন, সমাজসেবী আব্দুল মালিক, সুনিল দত্ত, রিপন নাগ, আব্দুল বাছিত, অনিল গুণ, পরেশ দেব, হরিপদ ধর, সঞ্জিত দেব, রাসেল আহমদ প্রমুখ।

 

ইউডি/আরআর-০৪