সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২০
০৭:১১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৮, ২০২০
০৭:১১ পূর্বাহ্ন
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘পৌষের হাড় কাঁপানো শীতের মুহূর্তে সমাজের সুবিধাবঞ্চিত ছিন্নমূল অসহায় মানুষদের শীতবস্ত্র প্রদান করা একটি মহতি উদ্যোগ। আমাদের মানবিক গুণাবলীসম্পন্ন মানুষরা নীরবে নিভৃতে শীতার্ত ও ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটের মানুষ অত্যন্ত আতিথেয়তাপ্রবণ ও দানশীল। শান্তির এই জনপদের মানুষ দলমত নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ ও সুসম্পর্ক বজায় রেখে মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত রেখেছেন।’
শনিবার রাতে সিলেট রেলওয়ে স্টেশনে শীতার্ত পাঁচশতাধিক নারী-পুরুষকে শীতবস্ত্র ও খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের পরিবার ও প্রবাসী বন্ধু-বান্ধবের উদ্যোগে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, ছাত্রলীগের সাবেক নেতা ভানু লাল দাস, সাফায়েত খান, সায়মন ইসলাম, সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক সৈয়দ রাজন, লন্ডন প্রবাসী সোয়েব আহমদ, লন্ডন প্রবাসী সাংবাদিক জামাল উদ্দিন, নাঈমুর রহমান রিমন প্রমুখ। মানবিক কার্যক্রমে পৃষ্টপোষকতার জন্য এ সময় লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা মুকিত মিয়া রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
আরসি-০৪