শহীদ মিনারে অবস্থান কলেজ শিক্ষকদের পাঁচদফা দাবি

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৮, ২০২০
০৭:২৩ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২০
০৭:২৩ পূর্বাহ্ন



শহীদ মিনারে অবস্থান কলেজ শিক্ষকদের পাঁচদফা দাবি

পাঁচদফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কলেজ শিক্ষক পরিষদ সিলেটের সদস্যরা। রবিবার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে দিনব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

তাদের দাবির মধ্যে রয়েছে, উচ্চ মাধ্যমিক কলেজ/আলিম মাদরাসায় ‘সহকারী অধ্যাপক’ পদ পুনর্বহাল করে শতভাগ পদোন্নতি, উচ্চ মাধ্যমিক/ডিগ্রি বিভাজন ছাড়া ৮ বছর পর সকল প্রভাষককে পদোন্নতি, এমপিওভুক্ত কলেজ/মাদরাসায় সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ সৃষ্টি, আগের মতো প্রভাষকদের অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদে আবেদনের সুযোগ দেয়া, উচ্চতর স্কেল/পদোন্নতির ক্ষেত্রে অর্জিত ইনক্রিমেন্ট যুক্তকরণসহ মুজিব বর্ষে সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ।

সংগঠনের সভাপতি জ্যোতিষ মজুমদারের সভাপতিত্ব ও সহ সভাপতি এম.এ. মতিন ও সাধারণ সম্পাদক কামরুল আনাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিলেট বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষক ও বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকরা দেশের শিক্ষাব্যবস্থায় ৯৭ শতাংশ অবদান রাখেন। অথচ তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সরকারি কলেজের প্রভাষকরা সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি পেলেও এমপিওভুক্ত কলেজের প্রভাষকরা সারাজীবনে একটিমাত্র পদোন্নতি পান সহকারী অধ্যাপক পদে। সে সুযোগও কেড়ে নেওয়া হয়েছে।’

এ সময় বক্তব্য দেন, শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক  শংকর কুমার দাস, সহ সভাপতি কামরুজ্জামান চৌধুরী, শহীদুল ইসলাম, শাহজাহান কবির আকন্দ, সহসাধারণ সম্পাদক ছয়ফুল আমিন, শান্ত ভট্টাচার্য, সুব্রত রায়, শেখ মাসুক আহমদ, আলকাবুর রহমান, সুমন কুমার চন্দ, সজল আচার্য, মো. ফয়ছল মিয়া, বনানী পাল, ফাহিমা বেগম, তরিকুল ইসলাম, নারায়নগঞ্জ জেলা সভাপতি উপাধ্যক্ষ আব্দুর রহমান, বাকবিশিস নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক, মো. জামাল হোসেন, বাকশিস নেতা অধ্যাপক আব্দুল জলিল, অধ্যাপক মাধব রায়, বাবেশিকফো নেতা আবদুল্লাহ আল মামুন, বাহার উদ্দিন আকন্দ, কমলকান্ত রায় চৌধুরী, কাওছার উদ্দিন, সকশিস এর কেন্দ্রীয় নেতা দীপু গোপ, জয়নুল ইসলাম, অসীম কুমার তালুকদার, পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজের মোহাম্মদ আলী চৌধুরী তারিক, বাশিস নেতা দেলোয়ার হোসেন মাসুম প্রমুখ।

আরসি-০৭