রাশেদা বেগমের মৃত্যুবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৮, ২০২০
০৭:২৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২০
০৭:২৭ পূর্বাহ্ন



রাশেদা বেগমের মৃত্যুবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

রাশেদা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাশেদা হক সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেল ৩টায় ছড়ারপাড়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদারের সভাপতিত্বে ও রাশেদা হক সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান খোকন, জগন্নাথপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কোষাধ্যক্ষ শাহজাহান মিয়া, বৃহত্তর সিলেটের আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি আরশ আলী গণি, জগন্নাথপুর উপজেলা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ তুহেল মিয়া প্রমুখ।

আরসি-০৮