নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২০
০৮:১০ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৮, ২০২০
০৮:১০ অপরাহ্ন
সিলেট বিভাগের তিন পৌরসভায় তথা মৌলভীবাজারের বড়লেখা, সুনামগঞ্জের দিরাই ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আজ (২৮ ডিসেম্বর) সোমবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।
সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত। তিন পৌরসভায়ই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ইভিএমে।
দিরাই উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনে ২১ হাজার ৩৭৯জন ভোটার রয়েছেন। ১২টি কেন্দ্রে ৬২টি ভোট কক্ষে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে সকাল ৯টা থেকেই ভোটগ্রহণ হচ্ছে।
মেয়র পদে ৮জন, কাউন্সিলর পদে ৩৯জন এবং নারী কাউন্সিলর পদে ১৩জন প্রার্থী লড়ছেন। মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী বিশ্বজিৎ রায়, বিএনপি প্রার্থী ইকবাল হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশারফ মিয়া, বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল কাইয়ুমসহ ৮জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন।
বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৯২০ জন।
বড়লেখা পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)।
শায়েস্তাগঞ্জ পৌরসভায় মোট ভোটার রয়েছেন ১৭ হাজার ৯৬১ জন। পুরুষ ভোটার ৮ হাজার ৮৩৫ জনও মহিলা ভোটার ৯ হাজার ১২৬ জন।
নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামীলীগের মনোনীত মাসুদউজ্জামান মাসুক, বিএনপির ফরিদ আহমেদ অলি, স্বতন্ত্র মোঃ ছালেক মিয়া, ফজল উদ্দিন তালুকদার, আবুল কাশেম শিবলু, ইমদাদুল ইসলাম শীতল। এছাড়াও কাউন্সিলর পদে ৩৫ জন ও মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বি এন-০৩