সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২০
১২:০৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৯, ২০২০
০২:২৬ পূর্বাহ্ন
যুক্তরাজ্যে মহামারি করোনাভাইরাসের নতুন ধরণ ছড়িয়ে পড়ার পর দেশটির সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে অনেক দেশ। এ অবস্থার ব্রিটেন থেকে ১৬৭ জন যাত্রী নিয়ে সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে বিমানের আরেকটি ফ্লাইট। এদের মধ্যে ১৪৪ জন যাত্রী সিলেটে নামেছেন।
আজ সোমবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে ১৬৭ জন যাত্রী নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে থেকে সরাসরি বিমানের বিজি ২০২ ফ্লাইট সিলেট ওসমানী অন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে ১২টা ১০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। পরে ১৪৪ যাত্রীকে সিলেট নামিয়ে দিয়ে ২৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছাড়ে। সিলেটে আসা যাত্রীরা বিমানবন্দরের হেল্থ ডেস্কে সঙ্গে আনা কোভিড-১৯ নেগেটিভ সনদ জমা দিয়ে স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। যুক্তরাষ্ট্র থেকে আসা এসব যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিমান অবতরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার সোয়া ১২টার দিকে বাংলাদেশ বিমানের বিজি ২০২ নম্বরের ফ্লাইটটি অবতরণ করে। এই ফ্লাইটে আসা ১৬৭ যাত্রীর মধ্যে ১৪৪ জনই সিলেটের। বাকী ২৭ যাত্রীকে নিয়ে বেলা সোয়া একটার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী বিমান বন্দর ছাড়ে উড়োজাহাজটি।’
তিনি বলেন, ‘করোনা নেগেটিভ সনদ ছাড়া এখন কাউকেই বিমানে উঠতে দেওয়া হয় না। আবার দেশে আসার পরও মেডিকেল টিম সব যাত্রীদের করোনা সনদ পরীক্ষা করে। ফলে করোনা নেগেটিভ সনদ ছাড়া কারোরই দেশে আসার সুযোগ নেই।’
বিষয়টি নিশ্চিত করে সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনীর বলেন, ‘যতটুকু জেনেছি লন্ডন থেকে যারা এসেছেন তাদের সবাই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন। এরপরেও তাদের পরীক্ষা-নীরিক্ষা করা হয়। তবে এখনও পর্যন্ত জানা যায়নি কেউ করোনায় আক্রান্ত ছিলেন কিনা।’
এএফ/০১