সাংবাদিক দম্পতির ওপর হামলায় ওসমানীনগর প্রেসক্লাবের নিন্দা

ওসমানীনগর প্রতিনিধি


ডিসেম্বর ৩০, ২০২০
০১:২১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩০, ২০২০
০১:২১ পূর্বাহ্ন



সাংবাদিক দম্পতির ওপর হামলায় ওসমানীনগর প্রেসক্লাবের নিন্দা

দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক ও চ্যানেল আই'র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি এবং সিনিয়র সাংবাদিক সুবর্ণা হামিদ দম্পতির ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সিলেটের সাংবাদিক অঙ্গনের সাহসী মুখ সাংবাদিক সাদিকুর রহমান সাকি ও সুবর্ণা হামিদের ওপর অতর্কিত হামলার ঘটনায় আমরা মর্মাহত। সেই সঙ্গে হামলার সময় পুলিশের নিষ্ক্রিয়তা আমাদের বিস্মিত করেছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি।

বিবৃতিদাতারা হলেন- ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সহ-সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রনিক পাল, দপ্তর সম্পাদক এস. জামান ফরহাদ, নির্বাহী সদস্য এফ এম আলী ফয়েজ, সিতু সূত্রধর, কয়েছ মিয়া, আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন, নূরুল ইসলাম রাফি প্রমুখ।

 

ইউডি/আরআর-০৪