ওসমানীনগরে ৩য় শ্রেণির কর্মচারী পরিষদের মানববন্ধন

ওসমানীনগর প্রতিনিধি


ডিসেম্বর ৩০, ২০২০
০১:৫২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩০, ২০২০
০১:৫২ পূর্বাহ্ন



ওসমানীনগরে ৩য় শ্রেণির কর্মচারী পরিষদের মানববন্ধন

সিলেটের ওসমানীনগরে ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ। আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

তাদের দাবির মধ্যে রয়েছে- ১১তম বেতন গ্রেড প্রদান ও কর্মচারীর সংখ্যা বৃদ্ধি, পদের নাম পরিবর্তন ও প্রশিক্ষণ প্রদান, চাকুরি বিধিমালা-২০১২ বাস্তবায়ন ও গর্ভনিং বডিতে একজনকে সদস্য করা, অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি এবং সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মুফিদুল ইসলাম, ওসমানীনগর শাখার সভাপতি নারায়ণ চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক মো. রহমত আলী, সাংগঠনিক সম্পাদক নয়ন মিয়া, অর্থ সম্পাদক হিরন্ময় ভট্টাচার্য্য প্রমুখ।

মানববন্ধন শেষে সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবরে দাবি সংক্রান্ত স্মারকলিপি প্রদান করেন।

 

ইউডি/আরআর-০৮