কানাইঘাটে ৩য় শ্রেণির কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

কানাইঘাট প্রতিনিধি


ডিসেম্বর ৩০, ২০২০
০২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩০, ২০২০
০২:৫৮ পূর্বাহ্ন



কানাইঘাটে ৩য় শ্রেণির কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের কানাইঘাটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য় শ্রেণির কর্মচারীরা প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছেন।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ কানাইঘাট শাখার উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। কানাইঘাট উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বেসরকারি তৃতীয় শ্রেণির সর্বস্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মো. নিয়ামত হোসেন বড় ভূইয়ার সভাপতিত্বে এবং জেলা কমিটির সহ-সভাপতি ও কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ শাহিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, মো. সাইদ আহমদ, বিলাল আহমদ, ময়নুল হক, সামছুদ্দিন, অকুল রাম দাস, আলবাব হেসেন, মার্জিয়া বেগম, ফরিদ উদ্দিন, জাহাঙ্গীর চৌধুরী, আফজাল হুসেন প্রমুখ।

এসময় তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষক ও কর্মচারীদের কল্যাণে অনেককিছু করেছেন। তাদের ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানান তারা।

দাবিগুলোর মধ্যে রয়েছে- ৩য় শ্রেণির কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেণির কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার প্রদান করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের দ্রুত ব্যবস্থা নিতে হবে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকুরীবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজনকে সদস্য রাখার ব্যবস্থা করতে হবে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

 

এমআর/আরআর-১০