নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩০, ২০২০
০৪:৩১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩০, ২০২০
০৭:১৫ অপরাহ্ন
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আতফুল হাই শিবলী (৭৮) আর নেই। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। মৃত্যুকালে আতফুল হাই শিবলীর বয়স হয়েছিল ৭৭ বছর।
ড. আতফুল হাই শিবলীর গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে। তার বাবা ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী নাজিয়া খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নার্সারী স্কুল এন্ড কলেজ এবং ঢাকা উইমেন কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেন; বর্তমানে বেসরকারি সংস্থা ব্র্যাক এর অধীন একটি প্রতিষ্ঠানে কর্মরত। তাঁর পুত্র শাকির যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
অধ্যাপক আতফুল হাই শিবলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করেন ২০০৮ সালে। তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৮ আগস্ট তিনি সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।
আগামীকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় বনানী জামে মসজিদে অধ্যাপক আতফুল হাই শিবলীর জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বিএ-১৩