নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩০, ২০২০
০৬:২০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩০, ২০২০
০৭:৫০ অপরাহ্ন
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ বলেছেন, ‘সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। ২০২১ সালে সরকার ঘোষিত এই সিদ্ধান্ত সিলেটেও যথারীতি বাস্তবায়ন করা হবে।’
মঙ্গলবার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপশহরস্থ এসএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় কমিশনার আরও বলেন, ‘অপরাধ গোড়া থেকে নির্মূল করতে হলে সাধারণ জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।’
তিনি জানান, সাংবাদিক ও সাধারণ জনগণের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি সুদৃঢ় করতে এসএমপি কিছু কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। সাংবাদিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য একজন কর্মকর্তা নিয়োজিত আছেন। এছাড়া প্রতি মাসের নির্দিষ্ট তারিখে এসএমপির ৬ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠান হবে এবং সেখানে কমিশনার নিজে উপস্থিত থাকবেন।
সভায় তিনি ৬ থানায় ওপেন হাউজ ডে’র তারিখ ঘোষণা করেন। সিলেট নগরের সকল নাগরিককে সভায় উপস্থিত হয়ে অভিযোগ জানানোর আহবান জানান তিনি।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্যাহ তাহের-এর পরিচালনায় সভায় বক্তব্য দেন, ইমজা সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি মো. মঈন উদ্দিন মনজু, সাধারণ সম্পাদক সজল ছত্রী, এসএমপির অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত কশিনার (ক্রাইম এন্ড অপস্) মো. শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় এসএমপি’র সিনিয়র কর্মকর্তা ও ইমজা’র সদস্যরা উপস্থিত ছিলেন।
হকার উচ্ছেদ সম্পর্কে পুলিশ কমিশনার বলেন, ‘ইতোমধ্যে সিলেট সিটি মেয়রের সহযোগিতায় হকারদের লালদিঘিরপাড়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে নগর হকারমুক্ত হবে।
যানজট ও অবৈধ পার্কিং নিরসনে এসএমপি’র ট্রাফিক বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে জানিয়ে সাধারণ জনগণকে সচেতন করতে সংবাদকর্মীদের এ বিষয়ে লেখালেখি করার আহবান জানান পুলিশ কমিশনার।
সিএনজিচালিত অটোরিকশায় গ্রীল লাগানো প্রসঙ্গে মো. নিশারুল আরিফ বলেন, ‘যাত্রী সাধারণের জানমাল নিরাপত্তায় গ্রিল লাগানোর বিষয়ে ২০২১ সালে সরকার ঘোষিত আদেশ সারাদেশের মতো সিলেটেও যথারীতি বাস্তবায়ন হবে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য স্থানে এম্বুলেন্স পার্কিংয়ে শৃঙ্খলা নিশ্চিত করা হবে।
বিএ-০৪