সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২০
০৮:০৩ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩১, ২০২০
১২:৩০ পূর্বাহ্ন
সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বারইগ্রামের মৃত কুনু মিয়ার ছেলে রাজন আহমদ (২২), একই গ্রামের আব্দুল জলিলের ছেলে ও মাইক্রোবাস চালক সুনাম আহমদ (২৬) এবং গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের মঞ্জু মিয়ার শিশু পুত্র হাসান আহমদ (৭)।
নিহত অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার নাম মারজান বলে ধারণা করা হচ্ছে। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার পূর্বকোনা তালবাড়ি গ্রামের মুক্তার আলীর ছেলে।
আজ বুধবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পন্যবাহী একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রোবাস ধাক্কা দিলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়। আহত হন আরও ৩ জন। নিহত চারজনের মধ্যে হাসান আহমদ সাত বছরের শিশু রয়েছে। মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশ্ববর্তী কলোনিতে গিয়ে পড়লে শিশু হাসান মারা যায়।
এ ঘটনায় তাৎক্ষণিক এলাকাবাসী ৯৯৯ এ কল দিয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে ডেকে আনেন। তারা এসে নিহতদের উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় ৪জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেক হাসপাতালে প্রেরণ করেন।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক হেলাল উদ্দিন সিলেট মিররকে জানান, তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্য একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার পরিবার লাশ শনাক্ত করতে ওসমানী হাসপাতালে গেছেন।
এএফ/০৩