শিক্ষাবিদ ড. আতফুল হাই শিবলী বনানী কবরস্থানে সমাহিত

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ৩১, ২০২০
১২:৩৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩১, ২০২০
১২:৩৮ পূর্বাহ্ন



শিক্ষাবিদ ড. আতফুল হাই শিবলী বনানী কবরস্থানে সমাহিত

বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক ড. আতফুল হাই শিবলীকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বনানী জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয় তার।

জানাজায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

অধ্যাপক আতফুল হাই শিবলী মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে মারা যান। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে আতফুল হাই শিবলীর বয়স হয়েছিল ৭৭ বছর।

ড. আতফুল হাই শিবলীর গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে। তার বাবা ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী নাজিয়া খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নার্সারী স্কুল এন্ড কলেজ এবং ঢাকা উইমেন কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেন। বর্তমানে বেসরকারি সংস্থা ব্র্যাক এর অধীন একটি প্রতিষ্ঠানে কর্মরত। তার ছেলে শাকির যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

অধ্যাপক আতফুল হাই শিবলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করেন ২০০৮ সালে। তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৮ আগস্ট তিনি  সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।

অধ্যাপক ড. আতফুল হাই শিবলী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ভগ্নীপতি।

বিএ-০৬