গোলাপগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ৩১, ২০২০
০১:২১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩১, ২০২০
০১:২১ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আমিনুল ইসলাম রাবেল ও ৩৪ জন কাউন্সিলর প্রার্থী নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বুধবার (৩০ ডিসেম্বর) মেয়র পদে মনোয়নপত্র জমা দেন বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল। একই দিনে কাউন্সিলর পদে লড়তে যাওয়া ৩৪ জন প্রার্থীও মনোনয়নপত্র জমা দেন। এসময় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবেত হন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, আজ বুধবার পর্যন্ত মেয়র পদে ১ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন।
উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৯১৬ জন। মনোনয়নপত্র বাছাই হবে ৩ জানুয়ারি ও প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি। আগামী ৩০ জানুয়ারি এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এফএম/আরআর-০৯