নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩১, ২০২০
০৪:৩৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩১, ২০২০
০৪:৩৫ পূর্বাহ্ন
সিলেটের কানাইঘাট উপজেলার বুরহান উদ্দিন সড়কে টমটমের ধাক্কায় ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের দাওধারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খয়রুন নেছা (৬০) নিজ রাজাগঞ্জ গ্রামের কালাই মিয়ার স্ত্রী। বাপের বাড়ি দাওধারী গ্রাম থেকে তিনি নিজ বাড়িতে ফিরছিলেন। সড়ক পারাপারের সময় ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সিলেট মিররকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিহতের লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।
এসএইচ/বিএ-১৪