নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩১, ২০২০
০৬:০৩ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩১, ২০২০
০৬:০৬ পূর্বাহ্ন
গোয়াইনঘাট উপজেলায় পরিবেশ দূষণের অভিযোগে আট ইটভাটাকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও জাতীয় পরিবেশ অধিদপ্তর সিলেট।
অভিযানে মেসার্স আব্দুস ব্রিক ফিল্ডকে ১ লাখ ৮০ হাজার টাকা, আদর্শ ব্রিক ফিল্ডকে ১ লাখ, মেসার্স নিশান ব্রিক ফিল্ডকে ১ লাখ, মেসার্স সালুটিকর ব্রিক ফিল্ডকে ১ লাখ, মেসার্স গোল্ডেন ব্রিক ফিল্ডকে ৮০ হাজার, মেসার্স সোনালি ব্রিক ফিল্ডকে ১ লাখ, মেসার্স রূপালী ব্রিক ফিল্ডকে (নোয়াগাঁও) ২লাখ ও মেসার্স রূপালী ব্রিক ফিল্ডকে (নন্দীরগাঁও) ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, র্যাব ৯-এর মেজর মো. শওকাতুল মোনায়েম, গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন ও জাতীয় পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ ইমরান হোসাই। এর আগে গত সপ্তাহে দক্ষিণ সুরমায় পরিবেশ আইনে ব্রিক ফিল্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বিএ-০১