মৌলভীবাজার প্রতিনিধি
ডিসেম্বর ৩১, ২০২০
০৯:৩৪ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩১, ২০২০
১০:৫৬ অপরাহ্ন
টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এই উপজেলায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আনিসুর রহমান বলেন, ‘সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।’
গতকাল বুধবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে। ওইদিন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
মো. আনিসুর রহমান বলেন, ‘উপজেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এই মৃদু শৈত্যপ্রবাহের কারণেও শীত বেড়েছে।’ কয়েকদিনের মধ্যে শীত আরও বাড়বে বলে তিনি জানান।
এসএইচ/বিএন-০৩/আরআর-০১