গোলাপগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন দাখিল

গোলাপগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ০১, ২০২১
০১:৪৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০১, ২০২১
০১:৪৬ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন দাখিল

সিলেটের গোলাপগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিল পদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে।

আসন্ন নির্বাচনে মেয়র পদে অংশ নিতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল, বিএনপির মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলুসহ কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে একে একে মনোনয়নপত্র দাখিল করেন তারা।

এসময় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক নিজ নিজ প্রার্থীর পক্ষে মনোয়নপত্র জমা দিতে উপজেলা প্রাঙ্গণে সমবেত হন। সকাল থেকে দিনভর উৎসব লক্ষ্য করা যায়। স্লোগানে স্লোগানে নিজ নিজ প্রার্থীর পক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রকম্পিত করে তোলেন সমর্থকরা। পৌরসভার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয় উপজেলা পরিষদ প্রাঙ্গণে। এসময় গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের উপজেলার পরিষদের সম্মুখ থেকে চৌমুহনী পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের মধ্যে রয়েছেন মেয়র পদের ৪ জন, সাধারণ কাউন্সিলর পদের ৪৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ১০ জন প্রার্থী। দুপুর ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক নিয়ে মনোয়নপত্র জমা দিতে আসেন। এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মনজুর সাফি চৌধুরী এলিম, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর রুহিন আহমদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ প্রমুখ।

পরে নৌকা প্রতীকের সমর্থনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন।

সভায় বক্তারা বলেন, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক, আওয়ামী লীগের প্রতীক। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। তাই শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী রুহেল আহমদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমানের কাছে মনোয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সদস্য রুহেল আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক হাছান এমাদ, সদস্য ছালিক চৌধুরী, মসিউর রহমান মুহি, মিনহাজ চৌধুরী, ডা. আব্দুর রহিম, বুরহান আহমদ চৌধুরী, দুলাল আহমদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখমাম হোসেন চৌধুরী, মামুনুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী, পৌর যুবদল নেতা আব্দুল আজিজ মুন্না, এনাম আহমদ প্রমুখ।

পরে বেলা ১টায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান সিলেট মিররকে জানান, বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৯১৬ জন। আগামী ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাই ও ১০ জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন। আগামী ৩০ জানুয়ারি এই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯টি ওয়ার্ডেই ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

 

এফএম/আরআর-০৮