জকিগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০১, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০১, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন
মনোনয়নপত্র দাখিল করছেন বিএনপির মেয়র প্রার্থী সাবেক মেয়র ইকবাল আহমদ তাপাদার।
আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য সিলেটের জকিগঞ্জ পৌরসভার নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিন উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিল উপলক্ষে সকাল ১০টা থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়সহ আশেপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
মেয়র পদের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ, বিএনপির দলীয় প্রার্থী সাবেক মেয়র ইকবাল আহমদ তাপাদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক (পদত্যাগী) বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালেক ফারুক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির বিদ্রোহী প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা ও স্বতন্ত্র প্রার্থী জাফরুল ইসলাম।
এছাড়া বৃহস্পতিবার সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডের আব্দুল জলিল, ২ নম্বর ওয়ার্ডের আব্দুস সালাম, মাসুদ আহমদ, আব্দুশ শহীদ, মস্তফা আহমদ ও শংকু কান্তি শর্মা, ৩ নম্বর ওয়ার্ডের রিপন আহমদ ও আবুল কালাম, ৪ নম্বর ওয়ার্ডের মাহবুবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন নজরুল, শিব্বির আহমদ ও আলমগীর হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সুনন্দ শুল্ক, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের রোসনা আক্তার ও দিলওয়ারা বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সালেহা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর আগে গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী কাজী হিফজুর রহমান, পুরুষ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডের আবুল কালাম ও মুনিম আহমদ, ২ নম্বর ওয়ার্ডের মো. রুহুল আমিন, ৪ নম্বর ওয়ার্ডের মুহিবুর রহমান ও শাহাব উদ্দিন শাকিল, ৫ নম্বর ওয়ার্ডের ছমির উদ্দিন ও কামরুজ্জামান কমরু, ৬ নম্বর ওয়ার্ডের লবিবুর রহমান, আখতারুজ্জামান রাজু ও মোস্তাক আহমদ, ৭ নম্বর ওয়ার্ডের ফয়ছল আহমদ মাখন, আছদ্দর আলী, নাজু আহমদ, হেলাল আহমদ ও সাইদুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের হেলাল উদ্দিন, এহসান আহমদ ও শামিম আহমদ, ৯ নম্বর ওয়ার্ডের আতাউর রহমান আতাই, আমাল আহমদ ও হোসেন আহমদ, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের জোসনা খানম ও তাছনিমা আক্তার জোসনা, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মনারা বেগম ও জাহানারা বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের রীনা আক্তার মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান শাকীব বলেন, 'শেষ দিনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মোট ৮ জন মেয়র প্রার্থী, ৯টি ওয়ার্ডের ৩৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত কাউন্সিলর পদের ৯ জন প্রার্থী মনোনানয়পত্র দাখিল করেছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি রয়েছে।'
ওএফ/আরআর-০৯