নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ০১, ২০২১
০৪:১৩ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০১, ২০২১
০৪:১৩ পূর্বাহ্ন
সিলেটে আরও ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেট মিররকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তারা সিলেট জেলার বাসিন্দা।’ এদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন বলে জানান তিনি।
এনএইচ/আরসি-০২