নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ০১, ২০২১
০৫:১০ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০১, ২০২১
০৫:১০ পূর্বাহ্ন
সিলেট নগরের ধোপাদিঘিরপাড় এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কোতোয়ালি থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির একটি দল তাদেরকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোলাপগঞ্জের রনিখাই এলাকার আল আমিন আহমদ (২০), ব্রাহ্মণবাড়িয়ার কামলামোড়া এলাকার মো. রনি (২৪) ও কুমিল্লার লাকসাম উপজেলার আশকন্তার নূর ইসলাম ইমন (২০)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা জানান, ভোরে একদল ছিনতাইকারী ধোপাদিঘিরপাড়স্থ সীমান্তিক হাসপাতাল সংলগ্ন এলাকায় কাঁচামাল ব্যবসায়ীর গলায় চাকু ধরে টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে সোবহানীঘাট ফাঁড়ির একটি দল সকাল ৭টার দিকে তিন ছিনতাইকারীকে আটক করে। তাদের কাছ থেকে দু’টি ধারালো চাকু জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ছিনতাইয়ের শিকার মো. জীবন মিয়া (২৪) বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
আরসি-০৩