নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ০১, ২০২১
০৫:১৩ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০১, ২০২১
০৫:১৩ পূর্বাহ্ন
নতুন বছরের প্রথম দিন থেকে সিলেট নগরের কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কে বন্ধ হচ্ছে রিকশা, লেগুনা, ভ্যান ও হাতাগাড়ি চলাচল। যানজট নিরসনের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন।
সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধন কাজ চলমান অবস্থায়ই নগরবাসীর দৃষ্টি কাঁড়া দুই লেনের সড়কটিতে এই চার বাহন চলাচল বন্ধ হচ্ছে।
গুরুত্বপূর্ণ এই সড়কটিকে মডেল সড়কে পরিণত করতে রিকশা, ভ্যান, হাতাগাড়ি ও লেগুনা চলাচল বন্ধ করতে কয়েকদিন সিলেট নগরে মাইকিং করে সিলেট সিটি করপোরেশন।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘মহানগর পুলিশের সহযোগিতায় আমরা সিলেটের দীর্ঘদিনের নাগরিক দাবি ফুটপাত হকারমুক্ত করার কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। নগরবাসীকে ফুটপাতে নির্বিঘ্নে হাটার অধিকার ফিরিয়ে দিতে পেরেছি। নগরবাসীর চলাচল আরও সুগম করতে নগরের ব্যস্ততম এই সড়কে ভ্যান, হাতাগাড়ি ও লেগুনা চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সড়কটিকে হকারমুক্ত করার পাশাপাশি যানজটমুক্ত রাখার এই উদ্যোগে নগরবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন মেয়র। যানজট নিরসনে নেওয়া সিসিকের এই সিদ্ধান্তের সঙ্গে সিলেট মহানগর পুলিশ সার্বিক সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরসি-০৪