সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০১, ২০২১
০৫:২২ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০১, ২০২১
০৫:২২ পূর্বাহ্ন
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে সম্মান করতে পারলে আমরা নিজেরাই সম্মানিত হই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। সৃষ্টি হয়েছে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। ফলে আমরা আজ একটি লাল-সবুজের পতাকা পেয়েছি।’
আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট মহানগরের বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগরের সাবেক ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মন, ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, মন্নাফ খান প্রমুখ।
আরসি-০৫